Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক্রঃনং

সেবা সমুহ/সেবার নাম

দায়িত্ব প্রাপ্ত কর্ম কর্মচারীর নাম

সেবা প্রদানের পদ্বতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় ফি/ট্যাক্স

সংষ্লিষ্ট আইন কানুন বিধি বিধান

নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

০১

ক্ষুদ্র ঋন কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্বকর্ম সংস্থানের লক্ষ্যে  ক্ষুদ্র ঋন প্রদান করা হয় ।এই কার্য ক্রমের মাধ্যমে বিভিন্ন কর্ম সুচীর আওতায় ৫০০০ টাকা থেকে ১৫০০০  টাকা পর্যন্ত সহজ শর্তে ঋন প্রদান করা হয়।ঋন গ্রহীতাদের মুল টাকার সংগে শুধু মাত্র ৫% হারে সার্ভিস চার্জ প্রদান করতে হয়। উন্নয়ন কর্মসুচীকে আরও ব্যাপৃত এবং মহিলা জন গোষ্ঠীর মধ্যে সম্প্রসারন করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমুহের নিবন্ধন প্রদান করা।

উপজেলা মহিলা বিষয়ক কর্ম কর্তা

 ঋনের আবেদন করতে হবে আবেদন যাচাই বাছাই করে উপজেলা কমিটিত অনুমোদন

 আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে

 

৩০০টাকার নন জুডিশয়াল ষ্ট্যম্প দিতে হবে

 

 

-

উপজেলা নির্বাহী অফিসার

০২

 দরিদ্র মার জন্য মাতৃত্ব কালীন ভাতা কর্মসুচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভ বতী মায়েদের মাসিক ৩৫০টাকা হারে দুই বছর মেয়াদে মাতৃত্ব কালীন ভাতা প্রদান করা হয় ।এছাড়া সন্তান প্রসবের পূর্বে ও পরে সহযোগী এনজিও এর মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্ম কর্তা

 ইউনিয়ন কমিটি হতে উপজেলা কার্যালয়ে তালিকা দাখিল তার পর তালিকা উপজেলা কমিটিতে অনুমোদন

আবেদন প্রাপ্তির দুই মাসের মধ্যে

বিনা মুল্যে

----

উপজেলা নির্বাহী অফিসার

০৩

ভিজিডি কর্ম সুচীর আওতায় দরিদ্র সীমার নীচে বসবাস কারী মহিলাদের খাদ্য নিরাপত্তা সহ প্রশিক্ষন প্রদান ও আয় বর্ধক কর্মসুচীতে তাদের জরিত করণ এ কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে দুইবছর  ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়। এবং আয় বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষন শেষে মহিলাদের ঋন সুবিধা প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্ম কর্তা

 ইউনিয়ন কমিটি হতে উপজেলা কার্যালয়ে তালিকা দাখিল তার পর তালিকা উপজেলা কমিটিতে অনুমোদন

৬ মাসের মধ্যে

বিনা মুল্যে

----

উপজেলা নির্বাহী অফিসার

০৪

নারী উন্নয়ন কর্মসুচী সম্প্রসারনের উদ্দেশ্যে মহিলা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিবন্ধন কৃত তদারকি করে থাকে প্রতি বছর নিবন্ধিকৃত প্রতিষ্ঠানের মধ্যে নীতি মালার আলোকে এক কালীণ সাধারন অনুদান ও বিশেষ অনুদান বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্ম কর্তা

সমিতির সভানেত্রী অনুদানের আবেদন করবে কর্মকর্তা সমিতি পরিদর্শন করে উপজেলা কমিটির সুপারিশ সহকারে জেলা কর্মকর্তার নিকট প্রেরণ

 আবেদনের এক মাসের মধ্যে

বিনামুল্যে

---

জেলা মহিলা বিষয়ক কর্ম কর্তা

               
               

০৫

মহিলা ও শিশুদের আইন গত সহায়তা প্রদানের লক্ষ্যে উপজলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন মুলক অভিযোগ এর প্রেক্ষিতে প্রয়োজনীয় আইন গত পদক্ষেপ গ্রহন করে থাকে।

উপজেলা মহিলা বিষয়ক কর্ম কর্তা

নির্যাতিতরা আবেদন উপজেলা কর্ম কর্তার নিকট প্রেরন করবে

আবেদনের প্রেক্ষিতে ১৫দিনের মধ্যে

বিনামুল্যে

---

উপজেলা নির্বাহী অফিসার

০৬

সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতা মুলক কার্যক্রমঃনারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনায়নে বিভিন্ন জন সচেতনতা মুলক কার্যক্রম এ কার্যালয়ে পরিচালিত হচ্ছে।যেমন যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ,নারী ও শিশু পাচার প্রতিরোধ নিরাপদ মাতৃত্ব নিশ্চত করন মা ও শিশু কল্যান ,প্রজনন , স্বাস্থ্য সেবা,এইচ,আইভি,নারী পুরুষের বৈষম্য রোধ সকল স্তরে নারী ও পুরুষের সমান অংশ গ্রহন।

উপজেলা মহিলা বিষয়ক কর্ম কর্তা

সুফল ভোগীদের তরিত গতীতে আবেদন নিষ্পত্তি করা

-------

বিনামুল্যে

-----

উপজেলা নির্বাহী অফিসার